সবসময় নিজেকে নিয়ে ভাবতে শিখেছো বলেই
কখনোই আমায় নিয়ে ভাবোনি, বুঝতে চাওনি মনের ব্যকুলতা।
বুঝতে চাওনি তোমার জন্য আমার হৃদয়ে লালন করা স্বপ্ন,
দেখতে চাওনি অভিমান।
শোনোনি হৃদয়ের স্পন্দন;
আমার গভীর নিখাদ ভালোবাসা যেনো মরুর বনে বন্দি সারাক্ষণ!

ডাইরির পাতা জুড়ে শুকিয়ে যাওয়া গোলাপের মিথ্যে রসদ আজ,
পাওনা খাতাগুলোয় শূন্যে ভেসে বেড়ায়,
উদাসী হয় নোনা জল উনুনে জ্বলে
তবুও তুমি ভালো থেকো!

তোমার আশা-নিরাশার দোলাচলে আমি দুদোল্যমান
রাতের অন্তরায় চাঁদের তরে লেখা চিঠিতে দেখতে চেয়েছিলাম
মেঘের ভেলায় চড়ে, নাহ! বলাটা ঠিক হবে না।

অতঃপর...
তোমার নিদারুণ অবহেলার ফল,
ভালবাসি আজও বলে বেড়াই চাতক পাখির মতো।
অভিনয় করে বেঁচে থাকি পাগলের অভিনয়
কোন একদিন খুঁজে নিবে না জেনেই তোমার আঙ্গিনায়।
ভালো আছো দেখেই ভালো থাকি!