স্বাধের এ জীবনটা
আজকে কচুপাতা
ভয়ানক করোনার কারনে,

লাশের সারি সারি
ত্রান যাচ্ছে বাড়ি !
ভয় নেই দুর্নীতিবাজ মরণে।

যার অভাব নাই
তার আরও চাই
তবেই করছে চাল চুরি

অভাবের এ সংসার
অনুদান যে দরকার
ওদের পিছনে তাইতো ঘুরি।