ক্যাম্পাসের প্রথম প্রহর!
ঝিরি ঝিরি বর্ষায় শান্ত আকাশ যেমনটা
রংধনু ভেসে উঠার আনন্দে মাতে
তোমায় দেখে মনের ক্যানভাস বুঝি তেমনি ছিল।
বাতাসও দুষ্টুমি করে খোলা চুল আর ওড়নার সাথে
পলক যেন পড়ছেই না বলার ভাষাও চুপ
আচমকা ফিরে পেলাম নিজেকে তখন
যখন চলে গেলো গাড়ির দরজা শব্দ করে।
এর পর প্রতিদিন রোদ উঠে
নিশীথে হাসনাহেনা ফুলও ফোটে
গোলাপের পাতাগুলো ঝরবে বুঝি তবুও
শূন্যতা বুকের মাঝে উঁকি দিয়ে যায়।
ক্যাম্পাসের প্রহরী এখন ভাল বন্ধু বটে
বাদামের খোসাগুলো জমে থাকে চেয়ারের পাশে
সাদা রঙের গাড়িগুলোও মুখস্থ করে ফেলেছি
শুধু একটা শান্ত আকাশের অপেক্ষায়!
বন্ধুরা এখন আর আগের মতো নেই
ওরাও যে ক্লান্ত না না শুনতে শুনতে
ঠিক বলা মুশকিল কিসের নেশায় আছি
ভালবাসার নাকি আবেগ নাকি মোহ ?
আবারও দেখবো একবার ঠিক সকালেই
সাদা রঙের গাড়িটা আসলো বটে
জানাতে আসলো তার বাবা সে আর নেই!
সেদিন যাওয়ার পথে, অব্যক্ত কথাগুলো।
আর কিছুই জানা গেলো না, বোঝার বাকি ?
কি হয়েছ তার, কি হয়েছ আমার ?
উন্মাদনা বন্ধ হয়েছে, সখ্যতাও কমেছে
অগোছালো শান্ত আকাশের মতো হয়ে।
চলমান