রঙের দেশে ঢঙ্গের রাজা
দেখায় উল্টো নাচ,
গরীব আমি ফুড়ুৎ প্রানে
দেখাই আলগা সাঁজ।
হর হামেশা পাল্টে নিয়ম
কালো করতে সাদা,
স্বর্ণের আবার এপিঠ ওপিঠ
আলুই নাকি আদা।
খুনির ছেলে ধর্ষণ করেও
গলায় পরে মালা,
ধর্ষিত বোন বেঁচে থাকতে
তিক্ত স্বাদের জ্বালা।
চোখের উপর কালো চশমা
হাতের ছোঁয়া নাইরে
ঘুষের পর্ব অতি মাত্রায়
ভেতর কিবা বাইরে।
করের উপর আয়ের উৎস
নিত্য নিয়ম ফন্দি,
প্রশাসনিক আদর কদর
ন্যায়ের নীতি বন্দী।
আমলারা কামলা দেয় না
যবর দখলের পেশা,
সরকারি নাম ভাবের গতি
জঙ্গি বানানো নেশা।