থমথমে সব রুদ্ধ নগরী এলোমেলো বেশ আজ
ডাহুক শিয়াল নীরব নিশীথে জ্যোৎস্না ভুখা মন
বেহিসেবি ক্ষণ হুতুম পেঁচায় নিওন বাতির সাঁজ
সস্তা অতীত হুমকি দিয়ে ভাবায় দিনের ক্ষণ
জমাট বাঁধা চিন্তাগুলো জড়সড়ও হচ্ছে বুঝি
গোছানো কাজে অগোছানো রূপ আত্মমগ্ন বীণ,
হৃদয় তীরে স্বপ্ন ঘিরে সেই মলিন মুখটা খুঁজি
হিসেব খাতা দলিল হয়ে বাড়ছে বহতা ঋণ।
ঘন আঁধারে আমার মুখটা জোনাকি তরে দেখা
চন্দ্রিমা রূপ এই ভেবে নেই দিগন্তের প্রহসনে,
ভালবাসা খুব বিষাদের রূপ রুদ্ধ নগরীর রেখা
উল্লাস করা ঝি ঝি পোকারা ক্রন্দিত নির্জনে।
সভ্য সমাজ গড়ে দিয়েছে রেষারেষি ভালবাসায়
বিপন্ন মানবতা, ভুলে বিধাতা, স্বার্থ খোঁজার আশায়।