বুদ্ধিজীবী নিত্য নেতা পথে পথে ঘোরে
পণ্ডিতের গুণ গানে দেশ গেছে ভোরে,
ব্যস্ত সবে দ্রুত তথা কোথা কেবা যাবে!
দলবলীয়ে কে রবে কক্ষন কি হবে ।
ক্লান্তি নেই ঘুম নেই আছে শুধু টাকা
বাড়ী আছে ঘর আছে মন শুধু ফাঁকা,
ধরবে কি ছাড়বে কি লাগে বেশ ভাল
অন্ধকারে নীভূ আলো ফুস মেরে জ্বালো।
সব- ই বলে পণ্ডিতে শোনে আয়োজক
সমাজ সেবায় নেই কোন এক লোক,
দুর্নীতির রাজনীতি পণ্ডিতের জয়
সন্ত্রাসের গ্যড়াকলে বিজয় অক্ষয়।
বুদ্ধিজীবী খালি হাতে খুব বেশী জান্তা
মাথায় থাকে ওদের উন্নয়ন চিন্তা।