আর কোন বৈশাখ আমার বুকে আসবে না
ঝড় উচিয়ে ভেঙ্গে দেবে না বুকের পাঁজর,
শান্ত হয়ে যাবে এই প্রকৃতির দেহ খানি
বৃষ্টি ঝরা চোখের জলে ঝরবে না অঝোর।
গাছের ডাল-পালা আর বাড়ির আঙ্গিনা
দুমড়ে মুচড়ে পড়ে রইবে না সিডর আসাতে,
আচমকা বিদ্যুৎ ঝল্কানিতে বুকে হবে না কম্পন
ধ্বংস লীলার স্তূপ চোখে পড়বে না প্রভাতে।
তুমি ভালো থেকো কালো মাঘের সাথে মিশে
কৃষ্ণচূড়ার সাথে রেখো না সম্পর্কে দিও আড়ি,
শিমুলের ফুলে কোকিল বিচরণ অনুভবে গান
শুনতে চাইবো না কখনো মন হয়েছে ভারি।
কর্কশ অন্ধকার নামিয়ে রেখো প্রান্তরে সব
স্মৃতিঘেরা বসন্ত বিলীন করে দিও আমার শেষে,
শীতের ছিটে ফোটা আর কখনো আসবে না জানি
তুমি হয়ে যাবে প্রবল বর্ষণের বন্যা ভালবেসে।
বিষণ্ণতায় আমার ছুঁয়ে যাওয়া ভুলের আর্তি সব
অনুভবের বছর শুরু করবে নতুনকে গ্রাস করে,
প্রখর রৌদ্রতা দিয়ে পুড়িয়ে মেরো অবলীলায়
ঠিক যেন লাটিমের মতো হিংস্রতায় সারাক্ষণ ঘোরে।
ফুলেরা সব বিদায় নিবে ফেলে দিও গাছের টব
সৌন্দর্যকে সতীন বানিয়ে জ্বালিয়ে মেরো সারাক্ষণ,
ধর্ষণ, খুনের অপবাদ দিয়ে তিরস্কারে দিও সাজা
সমস্ত ভালবাসায় বিষিয়ে দিও নদীগর্ভের ভাঙন।
(সংক্ষিপ্ত)