প্রমাণ হল কেউ কারও নয়
বাঁচা মরার নেশায়,
ধনীর দুলাল গরীব রাখল
অন্য কোন পেশায়।
প্রাণের ভয়ে পালিয়ে বেড়ায়
নিজের আপন জন,
বুকের কান্না বুকেই রাখে
দেখায় বিভাজন।
আল্লাহ্ যিনি মহান তিনি
মায়ের বাঁধন রেখে,
পাপীরা সব পালিয়ে বেড়ায়
কেউবা আবার শেখে।
গর্ব করার খর্ব হয়েছে
করোনায় বাঁক রুদ্ধ,
সৈন্য ছাড়া ছুটোছুটি সব
মহামারীর যুদ্ধ।
আমি তো হায় ঘর বন্দি
তবুও কিছু শুনি
চোরের নাকি ঈদ লেগেছে
যারা ছিল খুনি।
আল্লাহ্ সহায় হলেই পরে
নিমেষেই হবে শেষ,
প্রার্থনা কর ফিরে পেতে
ভালো পরিবেশ।