হিমশিম এখন ডিমের ভিতর
বাচ্ছা দিবে ভাবছে,
বুড়ো রা সব লুকিয়ে লুকিয়ে
সহজ ভাবে কাঁপছে।
গদ্য কবিতা যাই বলেন
আধুনিকতার পণ্য,
ভাবের ছায়া কাব্য মায়া
সনেটে খুব নগণ্য।
আমরা যারা অকবি এই
একটু কিছু লিখি,
বোকার মত ফেসবুকেতে
কাব্য দেখে শিখি।
শীত এসেছে গ্রীষ্ম এসেছে
প্রকৃতির যত রূপ
হাতের কলম নতুন লেখায়
আনন্দ পায় খুব।
ইচ্ছে মত লিখে যাবো
মনের ইচ্ছে যতো,
সবাই বলবে থাম এবার
লিখবি আর কতো?
আমি বলবো হাতে কলম
খাতায় লেখার জন্য,
পরম খোদার জ্ঞান ভাণ্ডার
লিখছি তবুও নগণ্য।