অতীত তুমি কখনই হাসাতে শেখাও'নি, দাওনি বেঁচে থাকার মানে
তবুও কেন জানি তোমার তরেই ফিরে আসি নিরন্তর
সমস্ত বাস্তবতা'কে আঁকড়ে ধরে রেখেও কেন পারিনা?
নীরবতা'য় কেন তুমি উঁকি দিয়ে যাও বার বার মনের অন্তরায়?
এখন আর আগের মতো নেই, নেই অবলোকন নিজের তরে
ঘরে ঘরে এখন চলছে নিজেকে নতুন করে সাজানোর উৎসব
চলছে বসন্ত বাতাসের আবহে রঙিন ঘুড়ির উড়া উড়ি
উড়তে দেখা যায় শুভ্র মেঘের সাথে পাল্লা দেওয়া সারস পাখি
অতীত তোমার তরেই পরে আছি ভবিষ্যৎ কে বিদায় জানিয়ে
হয়তো'বা এই বর্তমান কখনই দিবে না আপন খেয়াল
হয়তো হারিয়ে যাবো কোন এক সময়, তোমার তরে অতীত হয়ে
নিঃস্ব হয়ে যেতে, যতটুকু সময় আছে বাকী, ততোটুকু অপেক্ষা শুধু
এখন আর মধুর সুরে গাওয়া হয়না গান কোকিল কণ্ঠে
বাদ্য-বাজনা একটু বেশি-ই আধুনিক হয়ে গেছে বুঝি
পার্কের বেঞ্চে বসে আর বাদাম খেতে মন চায় না কিছুতে'ই
পাথর নুড়ি আর ফিকা হয়না পুকুরে'র তরে
আপন ঘরে যে এখন শুধুই অন্ধকার, আলো যে তুমি নিয়ে গেছো
অবাক করে দিয়েছো দেয়াল দাঁড় করিয়ে ভবিষ্যতের মাঝে
তাই'তো এখানেই আটকে আছি আর ভাবছি তোমার কথা
কথার মাঝে এখন শুধুই ব্যথা, না বলা কথার বিষাক্ত ব্যথা।
অতীত তোমার কি মনে আছে নদীর শীতল বাতাসের পরশ
পাল তোলা নৌকা মাঝির গেয়ে যাওয়া গানের সুর
মনে আছে কি তার সাথে আমার কাটানো সময়গুলো
বিচ্ছেদের দেয়ালে ঐ ঝড়ো বাতাসে হারানো তার কথা?
মনের ব্যথায় পাওয়া ইতি কথার তুমি অতীত!