ব্যাধির তরে হারিয়ে না যায় এই ভয়ে দিন কাটে
অর্থ কষ্ট সেবায় ভ্রষ্ট ঘোলা জল দেখি কত ঘাটে
হাসপাতাল আর বাসায়
রাত দিন কাটে হতাশায়
যাতনার তরে স্বপ্ন বিলীন করে বাস্তবতায় হাটে।