(এই কবিতার মত ঘটনা আমারও ঘটতে পারে, কবিতাটি আমার কাছের এক বন্ধুর মা মারা যাবার পর লিখেছিলাম । আমার মা এখনও আছে তবে এই করোনা ভাইরাসে কত মা নিমেষে হারিয়ে যাবে তা কেউ জানে না।)
কাক ডাকা ভোর, কাটেনি তো ঘোর
হারিয়ে মায়ের কোল,
আনা গোনা লোকের, কান্না কি শোকের
শুনছি সকলের শোরগোল।
অভাগী তুই মা, আমায় নিয়ে যা
কষ্ট মনে আমি কি করব ?
আছি এখন দুঃখে, রেখেছিস এই শোকে
মা ডেকে কারে জড়িয়ে ধরব ?
খোকা খাবি আয়, বেলা বয়ে যায়
শুনবো না আর এই কানে,
পারিনি দিতে সুখ, সয়েছিস সব দুঃখ
আমি ছাড়া কে আর জানে ?
রেখেছি মুখ ঢেকে, চলে গেছিস তার ডাকে
যে মাবুদ দিয়েছি তোর প্রাণ,
কবরের ঘন অন্ধকার, শুরু হবে বিচার
আমল বাঁচাবে তোর মান।
আর পাব না খুঁজে, আমি চোখ বুজে
কান্নায় ঝরবে চোখের পানি
তোকে হারানোর ক্ষত, ব্যথা অবিরত
"মা" আর পাব না জানি।