দোষ'টা কেন নারীর হবে পুরুষ নেশা জাগলে?
অর্থমোহ বিলায় দেহ সোহাগ মায়া আগলে!
ভুলেই যায় কি করছে, কারন খোঁজার রীতি
লোক সমাজে পড়লে ধরা চলবে স্বজন প্রীতি।
এই করে আর ভোগের নেশা কাটে যথা তথা!
দৃষ্টি কালো ভিন্ন আলো লুকায় মনের কথা,
সুযোগ বুঝে কোপ দিবে ঐ নারীর দেহ লুটে
ধর্ষিতা নাম বিচার চাইলে নয়তো টাকা জুটে।
ইচ্ছে ভোগের কীর্তি আবার নারীর বেশি টান
অর্ধ অঙ্গ খোলা রেখেই বিলিয়ে দিচ্ছে মান,
কর্ম ধর্ম উল্টো পিঠে চলার ভঙ্গি ইচ্ছে তাই
হিসেব নীতি পাল্টে গেলে কারন ছাড়া মরা চাই।
খুনের আবার নানা কারন বণ্টনেতে বেশি কম
কারও আবার নেশার পেশায় নিরিহ-তে যায় দম,
আসন আছে শাসন আছে বিচার আছে পক্ষে
বেশি টাকা আপন কাকা বসেন আড়াল কক্ষে।
দোষ'টা কার প্রশ্ন শুধুই উত্তরে ভিষন দায়
নিজের বেলায় উল্টো সব, নিঃস্ব হয়ে হায়!