চৈত্রের পরিশেষ নতুনে নতুন
খরতাপের পরিণয় শেষের ফাগুন,
আসিল হৃদয় তরে নব বৈশাখ
ভুলে যাবো অতীতের সব রাগ শাক।
বর্ষ বরণ হবে ইলিশ পান্তা ভাতে
পেঁয়াজ আর কাঁচা মরিচ নিব তার সাথে,
নব বধূ সেজে রবে বাহারি রঙের সাজে
কিশোরেরা ছুটি নিবে জমে থাকা কাজে।
শিশুরা মেতে রবে মেলা আর খেলায়
বৃদ্ধরা গুনবে মেলাবে হাত জীবন ভেলায়,
রমনার বটমূল মেতে রবে নাচে গানে
নতুন বছর হবে আজি চেতনার পানে।
পাখির কলতান হবে মধু মাখাময়
ঝড় বৃষ্টির মাঝে রবে কিঞ্চিৎ ভয়,
বর্তমানের আঁধার আর থাকবে না আশা
সকলে সকলের তরে রবে ভালবাসা।