হরেক নামে ডাকি তোমায়
সূর্য কি'বা রবি,
আকাশ পানে ভাসলে তুমি
আঁকি কত ছবি।
আছে তোমার হরেক রূপ
মিষ্টি রোদে মায়া,
খরতাপে ঝরাও ঘাম
খুঁজি মেঘের ছায়া।
দিবাবসু ও অর্ক নামে
ডাকতে চায় মন,
ননাথ, ভানু, তপন
মনে পড়ে তখন।
আদিত্য, ভাস্কর নামে আমি
ডেকে চলি ক্ষণে,
মার্তণ্ড, অংশু, প্রভাকর
মন জাগে চন্মনে।
কিরণমালী, অরুণ তুমি
মিহির, পুষা ও আছে নাম,
আকাশ পানের বন্ধু তুমি
তোমার করি সুনাম।
সুর, মিত্র, দিনপতি আর
বালকি, অর্ষামা ডাকি,
মাথার উপর উঠলে আবার
মুখটি হাতে ঢাকি।
সূর্য মামা বেজায় ভালো
শিশুর মুখে বুলি,
প্রভাত কালে আলোক দিলে
তোমার ছবি তুলি।