পার্কে এখন চলছে প্রেম
করোনা দিয়ে ফাঁকি,
বাদামওয়ালা পড়ছে ফাঁদে
যুগলকে দিয়ে বাকী।
রাস্তায় দেখো গাড়ীর জ্যাম
জাপটে তবুও ধরছে,
প্রেমের বেলায় লজ্জাগুলো
এমনি করে মরছে।
নদীর ঘাটে ছাউনি নৌকা
চলে ঘণ্টার ভাড়ায়,
সেখানেতে জোড়া কবুতর
স্বর্গ মাঝেই হারায়।
অন্ধকারের অলিতে গলিতে
গুংগানো শব্দ শোনা,
ভালবাসার বান ভাসিয়ে সব
দৃশ্যতা পেটে বোনা।
শেষের তরে ধর্ষণ নামক
শাণিত চোখে রক্ত,
জোরপূর্বক নেশা মিটলেই
খুন করাতেই ভক্ত।
আইনের ফাঁকি নেতা বেশে
টাকার নেশা খুব,
বিরোধীতা সামনে এলেই
ধমকে করায় চুপ।
তাতেও যদি বশ না মানে
ফন্দি আগের মতোই,
সুযোগ বুঝে কোপ'টা দিতে
মিথ্যে সাঁজায় শতই।
আমি করিনি এমন কথার
ভিত্তি থাকে না কিছু,
দুর্বলতার সুযোগ খুজেই
কুকুর লাগায় পিছু।
ভালবাসার মূল্যবোধের সব
মেয়েদের কটু দৃষ্টি,
ভদ্র লোকের মুখোশ কালো
বদনাম করে সৃষ্টি।