তোমায় দেখি নাই বলে! মনের মাঝে এই ব্যথা,
মাঝে মাঝে মনে পরে কি করে বলি কথা।
তোমার মাঝে মন আবেগে ঝরে চোখের জল
আমার জন্য কি তোমার মনেও হয় অবিকল ?
পত্র লেখার হাতের ছোঁয়া অনুভবে সারাক্ষণ
ভাবের কথায় আবেগ যেথায় দিয়েছি মন।
মাঝে মাঝে আসে ডাক পিয়নের ডাকা বুলি
এই বুঝি এলো যত্নে লেখা তোমার পত্র গুলি।
হবে কবে দেখা তোমার সাথে ভেবে কাটে ক্ষণ
আশা নিরাশার স্বপ্ন বুনে আমার পাগল মন।
দূর দেশ তোমার বাস বল কী করে যাই
তোমার কাছে যাওয়ার জন্য হাতি ঘোড়া নাই।
মায়া ঝরা লেখা গুলো তাই পড়ি বার বার
ইচ্ছে'টা খুব বেশি একবার তোমায় দেখিবার।