ছড়ার মাঝে ছন্দ দিয়ে
লিখতে পারি না,
দু'চার লাইনে ঘষা-মাজা
শিশুর হা হা হা।
শব্দ আদর ভাষার কদর
পাইনা খুঁজে মিল,
পাঠের তরে নিজের লেখা
চাপটে পিঠে কিল।
চৈত্রের খরা দেয়'না ধরা
পাই'না বর্ষাকাল,
শীত বসন্ত উড়াল দিয়ে
নাজুক ছড়ার হাল।
নদী ঝর্ণা আকাশ পাহাড়
পাইনা খুঁজে কিছু,
শিশু বৃদ্ধ আবাল বণিক
নিচ্ছি নিছক পিছু।
ছন্দের আবার রূপ কতো!
অন্ত্যমিলের ফাঁদ,
ছড়া কেমন লিখতে হবেই
ভেবেই শেষ রাত।
দিনের পর দিন আসলে
নতুন চিন্তা মাথায়,
ছড়া লেখা লিখতে হবেই
থাকুক খালি খাতায়।