প্রথম প্রেমে মিষ্টি তুমি
একটুখানি টক,
তোমার প্রেমে তবেই কি
পাবো নাকি ঠক।
এমন কথা বলছে তারা
বোঝে না ঐ প্রেম,
হিংসে রূপের নিন্দুকেরা
ভাঙ্গে শুধু ফ্রেম।
প্রেমের ফ্রেম ভাঙ্গলে কি
ভাঙ্গে ভালবাসা?
গভীর থেকে আরও গভীর
ইচ্ছে মনের আশা।
তুমি আমি এক বাঁধনে
প্রেম পিরিতের ঘর,
ভুলের তরে ভাঙ্গবে না'গো
হবো না'কো পর।