বৃষ্টি নামার হয়না থামা
মেঘের রাগে আড়ি,
শিলা নামের বরফ কুচি
করছে জমিন ভারি।

জলের ধারায় প্রবল বেগ
একটু বুঝি ঝড়,
কান্না সুরে বলছি মেঘ
আড়ি বন্ধ কর।