আকাশ পানে মেঘের সারি
সাদা কালোর সাজে,
নীলের আভায় সারস পাখি
উড়ছে পবন মাঝে।
কাঁখে কলশী গাঁয়ের বধূ
তুলতে ঘাটের জল,
নৌকা মাঝী পাল তুলেছে
গঞ্জে যাওয়ার ঢল।
দৃশ্য দেখার গ্রাম বাংলায়
ধানের শীষে হাসি
বন পাহাড়ের মধু মায়ায়
বাংলা-ই ভালবাসি।
সাগর আছে ঝর্ণাও আছে
আরও আছে সুখ,
স্বাধীন মোরা যুদ্ধে জিতেই
পর করেছি দুঃখ।
গ্রামের ভিতর আলো জলে
রাস্তাও আজ পাকা
ঘোড়ার গাড়ী গরুর গাড়ী
শিল্প তুলির আঁকা।
ছয়টি ঋতু হরেক স্বাদের
পিঠা ফলের উঁকি
ঘুরতে বায়না নানা বাড়ির
রাগ করেছে খুকি।
নিত্য দেখা সবুজ শ্যামল
কেন কাটে না রেশ?
মায়ের আদরে বুক ভরা যে
সোনার বাংলাদেশ।