নিয়ম মানার নিয়ন বাতি শুধুই রাত্রি বেলা
দিনের বেলায় অবহেলায় নিত্য চলে খেলা
কেউবা বেশি কেউবা কম
কেউবা আবার ফুরায় দম
স্বার্থ নিজের নিয়ম কিসের রঙ্গ করে মেলা।