দেশী ভাষা উপদেশ মনে হিত অতি
মাতামহ পিতা ক্রমে বঙ্গেতে বসতি
যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ রানী
সে সব কাহার জন্ম নির্ণয় না জানি
আরবি ফারসি শাস্ত্রে নেই কোন রাগ
বুঝিতে ললাটে ভাষা দেশী পুরো ভাগ
যেই দেশে যেই বাক্য কহে নর গণ
সেই বাক্যে বুঝে প্রভু আপ নিরঞ্জন
বঙ্গেতে জন্ম আমার বঙ্গেতে যে বাস
বঙ্গেতে যে কাঁদি আমি হয়ে পরিহাস
মাতা-পিতা আরাধন শিক্ষায় যে ফাঁকি
বঙ্গের গুঞ্জন তব মাথা তুলে রাখি
অভিযোগ বঙ্গ মোর উপ নর গণ
বঙ্গোই করে তাদের আপন সম্মান।