চৌদ্দ কিংবা পনেরো, এখন তো আরও কম
একটা মেয়ের মনে এসে যায় ভালবাসা নামক স্বপ্ন
ছেলের বেলায় হয়তো একটু পরে আসে তবে!
কাকে ধরি কাকে ছাড়ি, কে বেশি দরকারী
নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খেলেও পড়াশোনা আগলে রাখে
নয়তো সাজুগুজু'টা বেশ সৌখিনতায় আকর্ষণীয়
ভালবাসার এমন সংজ্ঞা কেউতো বাদ দিতে পারবে না
এখানে প্রেমও যে পিছু ছাড়বে না, তবে কি ?
আবেগে আবেশিত মন, উদাসীনে হারায় যখন
আকাশের পাখির মতো মেলতে চায় ডানা
তখন কি আর প্রেম করতে মা-না, কখনই না
ভালবাসার সীমারেখা ছাড়াই চলে দুটি মনের সাত কাহন
এখানে শুধু নদী হীন তরীই প্রেমের একমাত্র বাহন।
এর পর আরও কতো আসে যায়, ভালো লাগার ভাবনায়
ফিরে তাকানোর সময়টা আর ফিরে আসে না
লালসার মায়াজালে হিংস্র বনে যাওয়া পুরুষ তখনও প্রেমিক
তারও কিছু সীমাবদ্ধতা থাকে, পড়ালেখার ফাঁকে
আনন্দের ঢেঁকুর গিলতে গিলতে বিদায়!
অসহায়, একটা মেয়ের প্রেম যে অসহায়!
ভালবাসার এই মোহটা আসলেই কতটুকু জানার ইচ্ছে খুব
বিবাদ বিরোধ ছাড়া ধর্ষণ খুনেরও তো পাই নানান রূপ
তবে কি জামানায়, ভালবাসা অজানায় স্বপ্নকে রঙিন করবে
নাকি ভুলকে ভুল ভেবেই, প্রেমের নামেই ইতিহাস গড়বে?
আমিও ভালবাসি, ভালবাসার মতো করে স্বার্থের তরে!
আমারও প্রেম উঁকি দিয়ে যায় আকাশ পানে মেঘ নিরালায়।
এই উঠতি বয়সের ভালোলাগা আর ভালবাসা
কখনো কি হয়ে উঠবে জীবনের শেষ মুহূর্ত বেঁচে থাকার স্বাদ
নাকি বার বার পরিবর্তন ঘটিয়ে নিবে পরকীয়া প্রেমের অপবাদ
প্রেম তো পাপ না, এই ধারণা সব সময় যে মানায় না
এই প্রেমই তো ধর্ষক বানায়, নানা বাহানায়, পোশাক নগ্নতায়
তবে ভালবাসা শেষ? এতটুকুও নেই!
আছে নিশ্চয়ই, ভালোবাসায় নয় ভালোবাসাতেই।