মৌন স্থবির জীবন করে পরিহার
নিরাশার ছেলেখেলা আগলে রেখছি,
ঝড়ের আভাসে থাকি রুদ্ধ অনিবার
নিজেকে উড়িয়ে নিতে তবেই দেখেছি।
বিজয় উল্লাস তব একান্ত আমার
নিস্তব্ধতা চতুর্দিকে এ যেন প্রলয়,
বন্ধ দ্বারে হেসে খেলা আজ সমাচার
শূন্যতা ছাড়েনি ক্ষণ কিসের অভয়?
মহামারী করোনায় পাল্টে চিত্র ছবি
অবহেলার চেতনা ব্যথা হারানোর
নিমিষে শেষ প্রান্তর কষ্ট বাড়ানোর
ভালবাসার বিলিনে উঠবে না রবি।
দিবারাত্র জাগরণ কাটবে সময়
নিথর হয়ে থাকব করে অভিনয়!