অবহেলায় কাটলো দিন
তবুও আশা খুব রঙ্গীন,
সামনে আসবে পথ
ফুরাবো না এই স্বপথ ।
গ্রন্থ পাতায় থাকতে মন
করব সব সম্মেলন,
মেলা করব মনের ভেলায়
ফুরাবে ক্ষন অবহেলায়।
দিন রাত্রি নিয়ম মানা
গ্রন্থ ভাষা রয় অজানা,
তবুও কলমে লিখতে থাকি
জীবন খাতার রেখে বাকি।