(এখন সব জায়গায় লক ডাউন চলছে তবে কিছু শিথিলে ঠিক যেন আগের চেহারা ফিরে এসেছে জনজীবনে তাই নতুন করে বড় ধরনের বিপদের শঙ্কা )
খুলে গেল বন্ধ দ্বার,
দম আটকে থাকা জীবনের শেষ প্রান্তর
ভয়ের মাঝে জয়ের আভাসে প্রফুল্ল অন্তর।
বন্দি ঘরে আর মন চায় না থাকতে
বাঁধা বুঝি নাই এখন বিপদকে ডাকতে
পায়ের শিকল খুলে গেছে বুঝি এই ক্ষণ
ভীতু মন তবুও মুক্ত ডানা মেলব যখন তখন।
লোক সমাগম দেখি সেই আগের চিরচেনা
কর্মমুখী কারখানায় শ্রমিকের সেই আনাগোনা
লক ডাউন শিথিলেই পরিপূর্ণ মহামারীর তরে
যা হবার হবে আমিও থাকব না ঘরে।
মৃত্যু মিছিল বুঝি আসবে ফিরে আবার
না না থামেনি এখনও এই মৃত্যু সমাচার
হারিয়েছি কত কিছু বাকী আরও দেবার
সুযোগ পেয়েছি জামিনে মুক্তির সন্ধি
নতুন করে শুরু করতে লাগবে যে ফন্দি
যা হবে দেখে নিব থাকব না আর বন্দি
আবার আসবে ফিরে জানি করোনার থাবা
কেউ কি তখন বলবে! আর কোথায় পালাবা?
এই যুদ্ধে বোকা যোদ্ধার আছে কি কোন কাজ?
মহামারীতে ভয় নেই সেতো সাদা কাফনের সাঁজ।
গোমরা মুখি হয়েও বলব ভয় নেই তাতে
আমি মরব কেন ? বোকা বাঙালী আমার সাথে
গরিবের কি হবে ! জানার কি দরকার ?
খুলেছে বন্ধ দ্বার, সময় এখন উল্লাস করবার।
খুলে গেল বন্ধ দ্বার।