অপেক্ষার অবসান ঘটালে "ভালোবাসি" বলে
অশ্রুতে ভিজে গেলো আমার দু'আঁখি
নরম হাতের ছোঁয়ায় শিহরিত আমি আচমকিৎ
মৃদু হেসে মাথা দোলাতে দোলাতে প্রশ্ন করলে
"তুমি আমায় কেন ভালোবাসো"?
আহ! কি স্বাধের প্রশ্ন! হৃদয়টা জুড়িয়ে গেলো
প্রশান্ত সাগর পাড়ে ঠাণ্ডা হাওয়ায় দুলছে মন
চারিপাশ যেন সবুজ অরণ্যে অবয়ব এখন
বন্দি ঘরের উল্লাসিত চিৎকার আমার মনে
কি হলো, বলো!
শব্দ শুনতেই চমকিৎ আমি এলোমেলো "হুম"
একটু হেসে দিলাম ঠোঁটটাকে বাঁকা করে
ভালোবাসি, শুধু ভালোবাসি
ভালোবাসার কারন নেই,
নাহ! অনেক কারন হতে পারে
হতে পারে তোমার হাসি,
হতে পারে তোমার চোখের চাওয়া
কত কিছুই না হতে পারে ভালোবাসতে
তোমাকে ভালোবাসি কোন কারন ছাড়াই
বা সব কিছুতেই
দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হাঁপিয়ে উঠলাম
অনুভূতির আঙিনায় শুরু হলো ভালোবাসা
পেলাম ভালোবাসার প্রথম দিন
অপেক্ষার অবসান ঘটিয়ে ভালোবাসি শুনতে পেলাম।