মাঝে মাঝে তুমি কৈ হারিয়ে যাও
খুঁজে কেন পাই না ?
ব্যথিত মন কান্না করে তোমার জন্য
তোমাকে আমি হারাতে চাইনা।
অসহায় পথ চেয়ে অপেক্ষায়
নিরাশার হাত ধরে স্বপ্ন বুনি,
ভালো লাগা স্মৃতির পাতা গুলো
করে তুলে আমায় খুনি।
তোমায় কোথায় খুঁজবো বলো
এই পৃথিবীর অনেক ঠিকানা
কোন মনে ঠাই করে নিয়েছ
এমন ধারণা করাও ঠিক হবে না।
ফিরে এসো আমার কাছে তুমি
তোমায় ছাড়া আমি একাকী শূন্য,
অবুঝ হৃদয়ে শুধু হাহাকার
তোমায় ফিরে পাবার জন্য।