(গত তিন দিন আমার গলায় খুব ব্যথা অনুভব হচ্ছিল, ঘাবড়ে গিয়েছিলাম। পাতায় কবিতা দিয়েছি কিন্তু কারও কবিতায় মন্তব্য করতে পারিনি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি)
সকাল আমার বেলা শুরুতে
দুপুর কোথায় খুঁজি,
বিকেল কাটে হেলায় খেলায়
সূর্য ডুবলে বুঝি ।
ঘুম আসে না মন হাসে না
মধ্য রাতে হয় সন্ধ্যা,
উদাসী মন ব্যস্ত সারাক্ষণ
জীবন যে এখন মন্দা।
হিসেবের খাতা শেষ তবুও বেশ
জীবনের পাতা এলোমেলো,
ভালবাসা আর হতাশার ঘোর
কত এলো আর গেলো।
পয়সা করি কত যে ধরি
থাকেনা হাতের মাঝে,
চেষ্টার কিছু নাই আড্ডায় মেলে ঠাই
মন বসে না কোন কাজে।
হাসিমাখা মুখ আর লজ্জায় ঢাকা বুক
ক্ষণে ক্ষণে পাল্টায় চেহারা,
নেশায় ডুবে থাকা পেশায় শুধু ফাঁকা
এভাবেই কাটবে জীবন ধারা।