একদিন হঠাৎ শোনা গল্পের মত স্তব্ধ
বাংলার প্রতিটি প্রান্তর শোকের ছায়ায় ঢাকা,
আমি নিজের কান'কে বিশ্বাস করতে পারছি না
হৃদয়টা কেন জানি শূন্যতায় হয়ে গেল ফাঁকা।
বঙ্গবন্ধু নামের যে মাটির মানুষটি ছিল
সে নাকি আজ আর নেই, নেই মানে নেই,
আমাদের থেকে চলে গেছে, নাহ যায়নি
তাকে নির্মম ভাবে, উফ কি করে বলবো সেই।
যে মানুষটা পুরো বাংলাকে করেছিল একটি সংসার
যার তরে ছিলাম মোরা নিজের সন্তানের মত,
কি নিষ্ঠুর আমরা, কতটা ভয়ংকর নরপশু
মেরে ফেলেছি বাঙ্গালী হয়ে পরিবারে ছিল যত।
নিজের প্রতি ঘৃণা আর ক্ষোভ জন্ম নিলো
প্রশ্ন মনে, কার জন্য পেলাম এই স্বাধীন বাংলাদেশ ?
কে করলো পরাধীন'তার শিকল থেকে মুক্ত
কেন হল এমন ভয়াল শোকার্ত পরিবেশ ?
বড্ড বেশি একা হয়ে গেলাম, যেন শূন্যতায় ভরা
এমনটা হল নির্জন বনে হিংস্র পশুদের মাঝে,
কি হবে? কি করব? এই ভেবে সময় কেটে গেল ক্ষণ
বলিষ্ঠ কণ্ঠের ভাষণ বুঝি এখনও কানে'তে বাজে।