মর্মে মর্মে শিরা উপশিরায়
বইছে তান্ত্রিকে'র মন্ত্র,
ফাঁদে ফাঁদে ঐ বিশ্ব ধরায়
চলছে নাকাল গণতন্ত্র।
রাজা আছে রাজ্য ছাড়াই
প্রজারা'ই মন্ত্রী পদে,
কালো পতাকায় মাটি লেগে
শূন্য পদের স্বপদে।
অধিকার আদায়ে কমিটি গঠন
এনেছে বাহারি যন্ত্র,
যন্ত্রের দ্বারাই বিভেদ অবসানে
রীতিনীতি খুন মন্ত্র।
ক্রমাগত চলছে রাজার বাণিজ্য
বৃদ্ধি পাচ্ছে শক্তিসেনা,
সেও আবার আমলা তান্ত্রিক বটে
বিনিময়ে নাকি কেনা।
লুটের জন্য ভাগ বসিয়ে রাজা
বিবি'কে করাচ্ছে ধর্ষণ
মন্ত্রীরা সব মোটা কলাগাছ
দেখছে মোহরে'র বর্ষণ।