ধরা ধরি জড়া জরি বাড়ি ফেরার ফুর্তি
করোনার কারণে হবে শেষ পরিণয় মূর্তি
মরণের স্বাদ না পেলে কিসের ভয় মনে
জানাজা হবে কি হবে না! দেখবে কয় জনে ?
পাগল পানা ছুটির স্বাদে কারও নাই ভয়
অসুখ বিসুখ ওষুধ নাই কিসে তোমার জয় ?
লাশের মিছিল হচ্ছে এখন আরও হবে বুঝি
চোরের দেশে নীতি কথায় নিজেকে ফিরে খুঁজি ।