আর কত ?
যত তত চলবে
কতটুকু ভেজাবে
এতটুকু বলবে ?
নামছে তো নামছে
অঝরে বৃষ্টিতো নামছে
সারাদিনে নেই দম
কখনো কি থামছে ?
শীতল ছোঁয়া বাতাসে
বয়ে চলা ঝরবেগ
ক্ষণে ক্ষণে গর্জনে
জমে থাকা কালো মেঘ।
ধুক ধুক কাঁপা বুক
ভয় বুঝি করছে
প্রশ্ন ঝড় থামবে কি ?
অবিরাম ঝরছে।