বউয়ে'র জ্বালা সইতে পারি ভাতের জ্বালা নয়
অর্থ কড়ি পাবো কোথায় চিন্তা মাথায় রয়,
দিনের বেলা বাইরে থাকা
আড্ডা শেষে পকেট ফাঁকা
কবিতা নিয়ে বসলে সবে খুঁচিয়ে কথা কয়।


(আমার প্রথম লিমেরিক)