তবুও ভালবাসি, ঝড়ে বিধস্ত হয়ে যাওয়া হৃদয় দিয়ে
শুধু চেয়ে থাকা আর অপেক্ষা তোমার জন্য
কোন কিছুই এখন আর ভাবনাতে আসে না,
যেন মৃত পশুর লাশে পরিণত, খুবলে খাচ্ছে শেয়াল কুকুর
অনুভূতিহীন নিস্তেজ শরীরে অপেক্ষা তোমার জন্য
প্রতিবাদ প্রতিকারের ভাষা যে হারিয়ে গেছে সেই কবে
সুন্দর চিন্তাগুলো নিরস পাথরের মত স্থবির।
আর হয়তো দেখা হবে না তোমার সাথে
হয়তো আমাকেও এভাবে পড়ে থাকতে হবে খুব শীঘ্রই
তোমার অপেক্ষায় আছি, আসবে কি তুমি?
আসবে কি একটি বার দেখতে!
বলতে হবে না ভালবাসি,
বুকের মাঝে আগলে রাখতেও হবে না আগের মতো
শুধু একটিবার দেখার অপেক্ষায় আছি।
আমার শ্বাস নিতে কষ্ট হয় অনেক,
করোনা আমাকে গভীর ভালবাসা দিয়েছে
যে ভালবাসার অনুভূতি তোমার থেকেও পাইনি।
তবুও ভালবাসি,
শুধু তোমায় ভালবাসবো যতো দিন বেঁচে আছি।