ফাগুন সমীরণের সদা শন শন
মধু মাছি উড়া উড়ি কানে ভন ভন,
কোকিলের গুন গুন অরন্যে যাপন
ঋতুরাজ বসন্তের এই আগমন।
বাহারি রঙ্গের মেলা ফুলে কত সাঁজ
সবুজ ফসলে আজ খুব কারুকাজ,
শীতল অনুভবের হিমেল বাতাস
খরতাপে প্রশান্তির বসন্তে দু মাস।
আকাশের সাদা মেঘ উড়ে দূরে চলে
সাদা বক শত ঝাঁক কিছু কথা বলে,
মাছ ধরা কাজ করা চাষী জেলে ভাই
দেখি সব অপলক আমি দূরে নাই,
ভাল লাগা ভালবাসা যদি প্রেম থাকে
বসন্তে ফাগুন এলে আমায় যে ডাকে।