ধন রাজ্য নয় বড়! নীচ মানুষের
মিথ্যার কাননে ঢাকা ঘৃণায় তাদের
অঙ্গীকার অস্বীকার সমাজের যারা
রসনা রাজ্যে বর্বর গরিবে অধরা,
সন্তোষের সিংহাসন তাদের হাতের
অহংকার মদে কভু নতু চায় হার
লাথির জন্যে স্মরণ তব অন্য দান
গরীবের প্রতি ধনী বড় ব্যবধান।
নাহি চায় রাজপথ নাহি চায় ধন
চায় ভালবাসা নিজ সকলের মন
পায়ের ছিকল ছিঁড়ে সদা হাস্য মুখ
জগতের সব দুঃখ রেখে তার বুক,
মানুষ তারেই বলি মানুষ কে আর
সমাজ কাননে সব আটকে বাধার।