শিশু কালে দেখিতাম আলোর ঐ মেলা
ভাবিনি তখনো কিছু মনে দিত দোলা
ঘুম ভেঙ্গে যেত সেই আযানের কালে
কোকিলের ডাকে মন ভাসিত সকালে ।
তখনো ছিলাম আমি সকলের নেতা
সারি গাছ পাখি সব আমার জনতা
মোরগের ডাকাডাকি শুনেছি যে কত
খেলার বিজয়ে আমি খুশি হই তত ।
নবীন উদ্যমে সবে আজ নয় নেতা
দীপ্ত আলোক ছড়াতে ডাকিব বিধাতা
ছড়ায়ে নতুন আলো নবীনের তরে
সংস্কারে মাতিবে ওরা পুরনের পরে
গাইবে নতুন করে নবীনের গান
প্রভাত সূর্যের হাঁসি বিজয়ের মান ।