ঠোঁটের ফাঁকে লেগে থাকা কফি কাপের ফেনা দেখেছি
কেনই'বা চোখে পড়লো এতটুকু ভেবে দেখিনি
ভেবে দেখিনি কেমন করে লেগেছে আর কখন ?
মিষ্টি হাসির আড়ালে হারিয়ে খুঁজেছি নিজেকে হয়তো
নয়তো দৃষ্টিহীন চেয়ে থাকার প্রতিফলন।
কি করে তোমার কাছে এসেছি ?
কোথায়-ই'বা বসে আছি ?
উত্তর জানা নেই, জানা নেই চোখ ফেরানো কি করে হবে
জানা নেই তুমি কতটা সময় এভাবেই থাকবে
তোমার অজান্তেই এই মনে ছবি আঁকবে জানা নেই
দু'হাত জড়িয়ে ধরা কফির কাপটা ব্যঙ্গ করে বলছে
ন্যাকার চোখের দৃষ্টি পরে না
বহুবারের আনাগোনায়ও কিছুই বলতে পারে না
ও কথায় কান দেবার মতো সময় কি আর আছে!
সব সময় ভালবাসি বলতে হবে কেন?
কেনই'বা করতে হবে ভালো লাগা জাহির
থাক'না এমন করে
শুধু দেখে যাওয়া আর অপেক্ষার প্রহর গোনা
হোক'না তাতে দূরত্ব দুটি জীবনে, ভালবাসার একক সমাধান
অপেক্ষা না হয় অপেক্ষাতেই থাক
অভিমান না হয় নিজের মাঝে মিশে যাক।
আর ভালবাসা ভালো লাগাতেই