আঁধারের ঘোর কেটে আসলে যে তুমি
কুয়াশার জল কণা দূর্বা ঘাস ভিজে,
আলতো পায়ের ছোঁয়া ফিরে দেখা নিজে
ডাহুক চোখে উষ্ণতা ঠাণ্ডা পায়ে ভূমি।
পলক পরে না আর কল্প মনে ভাসা
আলিঙ্গনের আক্ষেপ ক্ষত পরিশেষে,
চেহারায় কি বলবে মুখে মৃদু হেসে
প্রহরে অপেক্ষা শেষ নিছক নিরাশা।
পড়ন্ত ভালবাসার আবেগী গোলাপ
খণ্ডিত হৃদয়ে জল আবহ ঘামের
স্থির দুজন দাঁড়িয়ে চোখের প্রলাপ
ইঙ্গিত দিলে কি তুমি আঁধার দামের।
অপেক্ষার অবসানে শীতে কাঁপা ফিরে
বসন্ত আগমনীতে ভালোবাসা ঘিরে।