অব্যক্ত বেদনায় আকুতি ভরা হৃদ মরুভূমি
দিগন্ত রেখা অভিপ্রায় হুতাশনে হারিয়ে,
সহিংস্রতায় চেনা মুখগুলো ধিক্কারের প্রাতে
বসন্তের প্রভায় দিয়েছিলে হাত বাড়িয়ে ।
অরণ্য গহীনে রিক্ত হাসি কান্নার আবির্ভাব
ঝিলমিল সূর্যরশ্মি করেছিলো শিশির খর্ব
উলঙ্গ উদাসী আকাশ নীল আভার তেজ
সাদা মেঘের অন্তরায় বিলিনে করেছো গর্ব।
সঞ্চিত কান্নাকে করেছো নির্মমতার ছবি
দিনান্তের গোধূলি তোমার ধুলোয় লুটোয়,
বহমান যৌবনে উষ্ণতার যন্ত্রণা আড়াল
আকাশ কুসুম স্বপ্ন ছেড়া কাঁথার ফুটোয়।
মরুভূমির উষ্ণ বালুর উত্তপ্ত ভালবাসা চিত্র
ছায়াময় কালো অন্ধকারে ঐ নিঝুম নিস্তব্ধ,
বেঁচে থাকার প্রয়াস তোমার ত্বরায় বিনোদিনী
কোকিল সুর পাল্টে বসন্ত ধরায় আমি স্তব্ধ।
গুরুম গুরুম আওয়াজের আকাশ ধ্বনি
ধড়ফড়ানি বুকে নিহিতো তব ভালবাসায়,
নির্লজ্জময় অভিনয় নগ্ন কাতুর মহলগুলো
অন্তরাল লুকিয়ে রবে কোন মরীচিকায়!