সঠিক সঠিক কোনটা বেঠিক চোখে চিমটি মারে
ভুল গুলো সব সাজিয়ে রেখে উঠে অন্যের ঘাড়ে,
বাহাদুরি সব ধোঁকার মাঝে নিত্য কাঁদে বোকায়
শয়তান আবার বসলে ঘরে নিজেই পরে ধোঁকায়।
মনের মাঝে একটি দেয়াল শয়তান দিয়ে তৈরি
সময় খারাপ ভাবনা মনের বায়ুর প্রভাব বৈরী।
সমাজ প্রথা মানছে কে আর হিংসে মনে ভরা
বড়োর তরে খেই হারিয়ে নিজের কাছেই ধরা।
তবুও ভালো হয়নি কালো ঘুষের পর্ব আছে
ক্ষমার রীতি দেখবে সমাজ থেকে মায়ের কাছে
শাসন নেই বারণ সবই বাবার নামেই চলে
মামা খালু থাকলে পদে মন্দ কে আর বলে ?
ভীতির রীতিতে ধোঁকা খায় শয়তানের তরে
অভাবী আর স্বভাবীরা লোভের আসক্ত করে
সুযোগ সন্ধানী পাপিষ্ঠরা ছোবল মারে খুব
কথার মাঝে মিষ্টি বানী পাল্টায় যে কত রূপ।
রঙ তামাশা হর হামেশা করতে আমল কষ্ট
নিত্য দিনের চিত্রের মাঝে করছে ঈমান নষ্ট
অর্থ ঘুষে গরীব চুষে বউয়ের গলা ভারী
মিথ্যে কসম কাটতে আবার মুখে রাখছে দাঁড়ি।