ছড়ার খরায় ভুগছি আমি
দিচ্ছে নাকো ধরা,
হচ্ছে নাকো পাঠক হৃদয়
কাব্যে মনোহরা।
অল্প স্বল্প কথার কলি
এলো মেলো লিখি,
লেখার শেষে ভুলে ভুলে
আরও ভুল শিখি।
শিশুর মনে দেয় না ধরা
দুষ্টু ছড়ার ছল,
শেখার তরে অট্ট হাসি
পানি ছাড়া কল।
আঁকা ছবি বাঁকা হাতে
ছড়ার সাথে যুক্ত,
সাদা কাগজ থাকে পরে
বাকিরা সব মুক্ত।
তাইতো এখন নীরব থাকি
ছড়া লিখুক সবে,
পাকলে চুল মাথার পরে
তবেই ছড়া হবে।