শত বর্ষ-------
অংকেতে আমি খুব কাঁচা !
কি করে গুনবো বলো ?
আর সেটা যদি হয় শ্রেষ্ঠ বাঙ্গালীর শত বর্ষ !
উফ, বলার ভাষাটাই বুঝি থেমে গেলো।
যে মানুষটা ছোট্ট একটা গায়ে জন্ম নিল
যে মানুষটা নিজের বলতে কিছু মনে করে নাই
যার ভিতরে ছিল না কোন অহংকার
তার বুঝি আজ শত বর্ষ পূর্ণ হল।
সবার মুখে আমি শুনতে পাই কত
শতবর্ষী উদযাপন হবে নানান ভাবে
আমার কিছুটা হিংসে হয় বটে
আমি কি কিছুই করতে পারবো না ?
যে মানুষটা সারা জীবন আমাদের কথা ভেবেছে
ভেবেছে বাংলাদেশ বাঙ্গালীর কথা
কি করতে পেরেছি আমি এই ভেবে মলিন মন
কিছুই কি করতে পারবো না আমি ?
৭ই মার্চের ভাষণ, যুদ্ধ, স্বাধীনতা !
বিশ্বের বুকে মাথা উঁচু করে বলা আমরা বাঙালী
রাজনীতির পরিসরকে করেছে সে বিশ্বমানের
মুজিব বর্ষে আমি থাকবো কি হয়ে অসহায় ?
আমার কাছে কিছুই নেই
আছে শুধু চোখের জল, আর শোকের ছায়া
আছে বর্তমানের আবেগ, সমাজের প্রতি ঘৃণা
তোমাদের বলছি আমি
মুজিবের সোনার বাংলাকে কুলসিত না করতে
তোমরা মুজিবের স্বাধীনতা রক্ষা কর
এই মিনতিই শুধু করতে পারি।