মানবের স্মরণ হয় মরণের পরে,
শূন্যতা পরে থাকে তার সে ঘরে।
ভালো কাজের মূল্যায়ন ছবিতে ফুল,
বছরে বছরে জমায়েত সব নর কূল।
তখনও ভুলগুলো আঘাতে তিরস্কার,
হিংসের আবাদে হয় ঘৃণা অন্ধকার।
তবুও স্মরণ করা মন্দ কি'বা ভালো,
নেহাত কিছু করে জ্বালিয়েছে আলো।
যদিও অভাবী ছিল ঋণে ডোবা সুখ,
পড়শিতে দান করে দূর করে দুঃখ।
শেষের সময় তার অনাদরেই থাকা,
পূর্ণের পাওনা টুকু কেন ছিল ফাঁকা ?
আদর্শ দিয়ে গেছে পালনে হয় কষ্ট
মিথ্যের মায়ায় ডাকি নিজে থেকে নষ্ট।