দানের পণ্য ত্রাণ হয়েছে
ত্রাণে'র পণ্য চুরি
চুরি'র পণ্য ব্যাংক হিসেবে
ঋণ বিতরণ করি।

হিসেব খাতা মোটের উপর
ভিতরে থাকে ফাঁকা
দেখতে চাইলে করি যেমন
ঘাড়ের রগটা বাঁকা।

বলা কথায় করতে হবে
এমন নিয়ম নাই,
ছবিতে দেখ কি করেছি
সবই দেখা চাই।

যেমন চালাই তেমনি চল
প্রশ্ন কেন করবে?
প্রশ্ন করলে লাভ হবেনা
শুধু শুধু মরবে!

ঘুষের কথা মনেই রাখো
খামের ভিতর দাও,
ভালো হোক মন্দ হোক
ভোগ বিলাসে খাও।

গরিব আরও গরিব হোক
দেখে কি আর হবে!
মধ্য বিত্তের হোক না মৃত্যু
বাকিরা বেঁচে রবে।