কথা ছিল নিয়ন বাতির নিচে বসে থাকবে, দৃষ্টি শুধু চোখে
মৃদু বাতাসকে আলিঙ্গন করবে আমার শিহরণে,
সন্ধ্যাকে রাঙিয়ে দিবে দিনের আলোয়ে মেঘালয় ছাপিয়ে।
তুমি এলে ! মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে ?
বলেছিলাম কিছু থেকে যাক, কিছু রেখে দাও
পথ হারিয়ে ফেলার আগে পথের নিশানা একে যাও।
কিছু রসদের মাঝে ডুবে থাকবো বলেছিলাম !
শিশির কণা খুঁজে নেবার আগেই ফিরে যেতে হবে,
ঘাসফুলের ঘ্রাণ নিতে বারণ করেছিলাম হয়তো মনে নেই
হয়তো মনে নেই দূরে আশ্রয় না পাওয়ার কথা।
কথা ছিল অনেক দুরের বন্দরে আশ্রয় খুঁজে নিবো
অট্ট হাসিতে হাতে হাত রেখে নদী পাড়ে দেখবো চাঁদ
হঠাৎ বলে উঠবে নৌকায় উঠে ছুঁয়ে দেখবে জল
কথা ছিল না মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে আসার !
চোখের স্বপ্ন আগলে রাখা নেহাত পরিপক্ক ফসল জন্মাবার
ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোয় উড়িয়ে দিতে বিষণ্ণ স্মৃতির ঘুড়ি
কান্নার জলকে ছিটেয়ে দিতে সুখের নির্জাসে
রোদের নৌকায় নিয়ে যেতে অনন্তের তরে
নিমেষে ছারখার হল সাজানো সংসার - চলে যাবে, চলে যাবে !
এক একটা প্রিয়নাম মুছে দিতে সাঁজালে নীলের আকাশ,
আমার দহনে অপছন্দ তাই, অনুভূতি ছাড়াই নিরুদ্দেশ
যদি সাথে নাও, কথা দিচ্ছি মাছরাঙাদের উপহার দেব জলছবি,
মহামহোপাধ্যায় উপাধীপ্রাপ্ত বৃক্ষের অন্তরালে লুকিয়ে যে পরী,
ওর হাসিটুকু পবিত্র আধারে সংগ্রহ করে –
অকাতরে তোমাদের মাঝে বিলিয়ে দেব পরমাত্মীয় যৌবন –
আবার নবজন্মের ফসল হব বলে।