কাঁচা পাকা চুল ভাইয়ের
পেকে গেছে দাঁড়ি,
ভাবীর সাথে ভাইয়ের তাই
লেগে আছে আড়ি।
সহজ সরল মনটা'যে তার
বয়স হয়নি বেশি,
তবুও মন থাকে যে ভার
কেউ দেখে না খুশি।
একটি ছেলে একটি মেয়ে
বউ'টি দেখতে বেশ,
বউয়ে'র বোন ভীষণ জ্বালায়
পকেট ফুরিয়ে শেষ।
মাসের শেষে বাজারে এসে
কিনে একটু কম,
বাজার হাতে বাড়ি গেলে
থাকেনা বলার দম।
ভাইয়ের মন বেজায় খারাপ
নাপিতে দিল টোপ,
দাঁড়ি চুলে করল প্রলেপ
নামটি যে তার কলপ।
বাসা'তে আজ তুলকালাম
শালী এসেছে ভেগে,
ভাইয়ের হয়েছে পাগল ক্ষণ
বউ আছে যে রেগে।
মনটা তার আবার খারাপ
ছিল আগেই ভালো
কেন করল ভালোর জন্য
চুল দাঁড়ি তার কালো।