কষ্টে আমার কাটলো দিন খরা'র রৌদ্র তাপে
বৈশাখী ঝড় মার্তণ্ড দিবে বায়ু বেগ ঝাঁপে
গাছের ডাল ভাঙ্গবে বুঝি পড়তে টিনের চালে
ক্ষুধার জ্বালা ঝড়ের পালা মহামারীর কালে।
শুরু হল বন্ধ হল ধারার গতি এই
মাহে রমজান দিয়ে সম্মান কষ্ট বুঝি নেই
বন্ধ হল কারবার এখন শয়তানের খেলা
আশার আলো বিদায় নিবে করোনার ভেলা।
অনাহারে থাকাই এখন এবাদতের শামিল
চোরের দলের ত্রানের চালে চুরি করা মুশকিল
ঘর বন্দি আগেই ছিলাম শুরু পর্দা করা
আল্লাহ্ দিলে খুশীই হব এই সময়ে মরা।
শিশুগুলি সব কান্নাকাটিতে ক্ষুধার তাড়নায়
কি করব বুঝিনা কিছু খাবার শুধু চায়
মিথ্যেও নয় সত্যও নয় শুধু চোখের জল
আর কতকাল কাটবে এমন থাকবে মনোবল।
এই রমজান রহমত আনুক এই দুনিয়ার তরে
ফিরে আসুক আগের ভুবন খুশি সবার ঘরে
ঈমান যেন রাখতে পারি ! শঙ্কা মনে রয়
আল্লাহ্ যেন মুক্তি দিবে থাকবে না'কো ভয়।